ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু কাল

প্রকাশিত: ১১:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২০

চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে চট্টগ্রামে কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০২০। হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এ ফেয়ারে অংশ নিচ্ছে ৫৫টি প্রতিষ্ঠানের ৭৩টি স্টল। মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেয়ারের ব্যাপারে বিস্তারিত অবহিত করে আয়োজক সংস্থা। রিয়েল এস্টেট এন্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী জানান, দেশের অর্থনীতিতে আবাসক শিল্পের অবদান ১৫ শতাংশ। এ শিল্পের ওপর নির্ভরশীল প্রায় ২৫ লাখ শ্রমিক কর্মচারী। দেশের উন্নয়নে আবাসন খাত শক্তিশালী ভূমিকা রাখছে বলে উল্লেখ করে তিনি বলেন, এ খাত নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছে। কিছু সঙ্কট থাকলেও ধীরে ধীরে উত্তরণ ঘটছে বলে উল্লেখ করেন রিহ্যাবের এ কর্মকর্তা। রিহ্যাব ফেয়ার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। কন্টেনার হ্যান্ডলিং ও শুল্কায়নে প্রয়োজন বন্দর-কাস্টমস সমন্বয় স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ ও নিউমুরিং কন্টেনার টার্মিনাল গেটে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক ফিক্সড কন্টেনার স্ক্যানার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম মঙ্গলবার দুপুরে ‘এফএস ৬০০০’ সিরিজের এ কন্টেনার স্ক্যানার উদ্বোধন করেন। এনবিআর চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিংয়ের কাজটি মূলত বন্দর কর্তৃপক্ষের। তবে সরকারের রাজস্ব আহরণ সংক্রান্ত কাজগুলো করে থাকে কাস্টমস।
×