ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ১১:০৬, ৩১ জানুয়ারি ২০২০

ঝলক

রাস্তায় সিংহের দল সম্প্রতি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের (আইএফএস) কর্মকর্তারা ওড়িশায় এক ভিডিও পোস্ট করেছেন। যাতে দেখা গেছে, সবুজ ঘাসে ভরা মাঠের মাঝখানে এক রাস্তার ওপর দিয়ে হেঁটে চলছে সিংহের দল। ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, এটাই হলো আসল ক্যাটওয়াক। সত্যি কথা বলতে গেলে ওরা আমাদের থেকেও ভাল করছে। ভিডিওটি দেখার পর অনেকে জানতে চেয়েছেন কোথাকার ঘটনা সেটি। অনেকে আবার ভিডিওটির আর কোন অংশ আছে কি না জানতে চেয়েছেন। উত্তরে কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত দক্ষিণ আফ্রিকার এক সাফারি পার্কে। ভিডিওটি ৪৫ সেকেন্ডের। শেষ পর্যন্ত দেখলে সবার ভাল লাগবে। -ইন্ডিয়া টুডে সোনায় মোড়ানো স্টেক ২০১০ সালে তুরস্কের রাজধানী ইস্তানবুলে নুসর-এ্যাট রেস্তরাঁ চালু হয়। এরপর সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে রেস্তরাঁর শাখা চালু হয়। এর বিশেষত্ব হলো সোনার পাতে মোড়ানো স্টেক পরিবেশন করা হয় ক্রেতাদের। যুক্তরাষ্ট্রের সল্ট বে মায়ামি শাখায় কয়েকদিন আগে ডুয়ানে মেরেন্ডা নামে এক ক্রেতা বন্ধুদের নিয়ে খেতে গিয়েছিলেন। সবাই মিলে স্টেকের অর্ডারও দেন। ডুয়ানের কথায়, সাধারণ স্টেকের বদলে সোনার পাতে মোড়ানো স্টেক দেয়া হয়। যদিও খাবারের স্বাদের কোন পরিবর্তন হয়নি। এমনকি গন্ধেও প্রভাব ছিল না। তাই আমরা বিষয়টি বুঝতেও পারিনি স্টেকটি সোনার পাতে মোড়ানো। শুধু সোনার পাতে মোড়ানো থাকায় একটি সাধারণ স্টেকের দাম এক হাজার ডলার হবে তা ভাবতেও পারিনি। এরপর স্টেকের দাম নিয়ে মালিক ও গ্রাহকদের মধ্যে বচসা বেঁধে যায়। এমনকি সেই সমস্যার সমাধান করতে পুলিশও ডাকতে হয়। যদিও হোটেল কর্তৃপক্ষের দাবি, ডুয়ানে মেরেন্ডা দাম না দিয়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিল তাই পুলিশ ডাকতে বাধ্য হয়েছি। -ওয়েবসাইট
×