ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শৈত্যপ্রবাহের মধ্যেই ফের বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ১২:০২, ২৬ জানুয়ারি ২০২০

শৈত্যপ্রবাহের মধ্যেই ফের বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে শৈত্যপ্রবাহের মধ্যেই আবারও বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা জানায়, আগামী বুধ অথবা বৃহস্পতিবার নাগাদ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পর শীত আরও বাড়তে পারে। মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত স্বাভাবিক শীতের অনুভূতি থাকতে পারে। এদিকে শনিবার সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া এদিন রাজধানীর ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১২ ডিগ্রী সেলসিয়াস। যা আগের দিনের চেয়ে কম। তারা জানায়, সারাদেশের ওপর দিয়ে গত কয়েকদিন থেকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও কয়দিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে এই দফায় শৈত্যপ্রবাহ কেটে গেলে পরবর্তীতে আর কোন শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তারা জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙ্গামাটি অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ রহমান জানান, কিছু কিছু এলাকায় আরও দুই-তিন দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় ঢাকায় শৈত্যপ্রবাহ না থাকলেও শীতের তীব্রতা অনুভূত হতে পারে। জানুয়ারির শেষ দিকে তিন দিন (২৮, ২৯ ও ৩০ জানুয়ারি) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। ভোটের দিন আবহাওয়া ভাল থাকবে। তবে বৃষ্টির পর তাপমাত্রা একটু কমতে পারে বলে জানান তিনি। কুড়িগ্রাম ॥ রৌমারীতে শীতের কারণে দেখা দিয়েছে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ। রোটা ভাইরাসের আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আতিকুল ইসলাম (নয় মাস বয়সের) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নীলফামারী ॥ টানা ছয় দিনের মাঘের কনকনে তীব্র শীতের পর কুয়াশা ও আকাশের মেঘ কেটে গেছে। শনিবার সকাল থেকেই কড়কড়া সূর্যের কিরণ ছড়িয়ে পড়লে জেলার শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।
×