ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইকবাল খন্দকারের ‘সেলিব্রিটি আর্কাইভ’

প্রকাশিত: ১২:০৯, ১৯ জানুয়ারি ২০২০

ইকবাল খন্দকারের ‘সেলিব্রিটি আর্কাইভ’

সংস্কৃতি ডেস্ক ॥ এশিয়ান টিভির নতুন আয়োজন ‘সেলিব্রিটি আর্কাইভ।’ অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন ইকবাল খন্দকার। মূলত জীবনীভিত্তিক অনুষ্ঠান এটি। দেশের সাংস্কৃতিক অঙ্গনে যারা দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন, তাদের জীবনের আদ্যোপান্ত সাক্ষাতকারের মাধ্যমে এই অনুষ্ঠানে তুলে ধরা হয়। এই অনুষ্ঠানের সাক্ষাতকারের বৈশিষ্ট্য হলো, সাক্ষাতকারগুলো গ্রহণ করা হয় স্টুডিওর বাইরে। বিশেষ করে অতিথির বাসভবন কিংবা কর্মস্থলে। ‘সেলিব্রিটি আর্কাইভ’ অনুষ্ঠানটি মূলত একটি নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান। তবে এর প্রথম চারটি পর্ব প্রচার হবে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠানমালায়। পর্বগুলোর অতিথি হলেন চিত্রনায়ক সোহেল রানা, ফারুক, রুবেল এবং অভিনেতা ও পরিচালক সালাউদ্দিন লাভলু। হাসান জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধান এবং মনিরুজ্জামান লিপনের প্রযোজনায় নির্মিত ‘সেলিব্রিটি আর্কাইভ’ এর প্রথম পর্ব ১৬ জানুয়ারি, দ্বিতীয় পর্ব গতকাল ১৮ জানুয়ারি প্রচার হয়। আজ ১৯ জানুয়ারি রবিবার এ অনুষ্ঠানের তৃতীয় পর্ব প্রচার হবে। এছাড়া আগামীকাল ২০ জানুয়ারি অনুষ্ঠানের চতুর্থ পর্ব প্রচার হবে। প্রতিদিন সন্ধ্যা ৬-৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ রবিবার চিত্রনায়ক ফারুককে নিয়ে নির্মিত পর্বটি প্রচার হবে। অনুষ্ঠানটি প্রসঙ্গে ইকবাল খন্দকার বলেনÑ যাঁদের জীবনী আর্কাইভ তথা সংরক্ষণশালায় সংরক্ষণ করার মতো গুরুত্বপূর্ণ, মূলত তাঁদের নিয়েই আমাদের এই আয়োজন। আশা করি অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের গুণীজনরা বর্তমান এবং আগামী প্রজন্মের সামনে অন্যরকমভাবে উপস্থাপিত হবেন।
×