ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্থিক ক্ষতিতে ভয় পায় না মালয়েশিয়া ॥ মাহাথির

প্রকাশিত: ০৯:৩৭, ১৬ জানুয়ারি ২০২০

আর্থিক ক্ষতিতে ভয় পায় না মালয়েশিয়া ॥ মাহাথির

মুসলিম স্বার্থবিরোধী আইন, এনআরসি, সিএএ ও কাশ্মীরের মুসলমানদের অধিকার ইস্যুতে কথা বলায় আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছে মালয়েশিয়া। তারপরও ভারতের অন্যায়ের বিপক্ষে অনড় মাহাথির মোহাম্মদ। চ্যানেল নিউজ এশিয়া। ভারতের অন্যায় সিদ্ধান্তের বিপক্ষে অনড় অবস্থান নেয়ার কারণে বাণিজ্যিকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশটি। অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ‘তার দেশ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলেও অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।’ সাংবাদিকদের উদ্দেশে আর্থিক ক্ষতি সম্পর্কে মাহাথির বলেন, অবশ্যই আমরা উদ্বিগ্ন কেননা প্রচুর পরিমাণে পাম তেল ভারতে বিক্রি করি, কিন্তু অন্যদিকে আমাদের স্পষ্টভাষী হতে হবে। কোন কিছু অন্যায়ের দিকে গেলে অবশ্যই সেটা আমাদের বলতে হবে।’ তিনি আরও বলেছেন, আমরা যদি শুধু অর্থের চিন্তা করে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেই, আমি মনে করি তা ভুল হবে।’
×