ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শমী তোমাকে শুধু-

প্রকাশিত: ০৯:০৮, ১৫ জানুয়ারি ২০২০

শমী তোমাকে শুধু-

যে নামের মর্মার্থ তুমি নিজেই ডুবুরির মতো খুঁজেছি একটি নাম সমুদ্রের পাড়ে হাঁটতে হাঁটতে পরশ পাথর খোঁজার মতো খুঁজেছি একটি নাম পরশ পাথরের মতো ছুঁলেই সোনা ঝরে তরঙ্গিত ভেলায় ভেসে চাঁদের গায়ে চুমু খেয়ে কেবলই খুঁজেছি একটি নাম যে নাম হবে ব্যতিক্রমী ব্যতিক্রমী মানুষটি হবে অনন্যা হঠাৎ রংধনুর রঙের খেলায় নীল আকাশে ভেসে উঠলো একটি নাম নক্ষত্র রাজির আলো ঠিকরে উজ্জ্বল আভায় ভেসে উঠলো একটি নাম ‘শমী’ হয়ে উঠলো স্পষ্ট এ নামটি এখন আমার হৃদয় জুড়ে যত দূরেই থাক যত দূরেই যাও নামটি মুছে যাবে না বক্ষ ছিঁড়ে তোমার নাম হলো শমী কায়সার দেশ জুড়ে যে নাম। কুয়াশা ভেদ করে তুমি এলে সোনার বাংলায় মুক্তো দানার মতো আলোর পথ ধরে তুমি হও অনন্যা এ বাংলার বুকে। সুন্দর ... সুন্দর তোমার অন্তর বাহির-
×