ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কটূক্তির প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ॥ স্মারকলিপি

প্রকাশিত: ০৯:২৯, ৬ জানুয়ারি ২০২০

 কটূক্তির প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ॥ স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৫ জানুয়ারি ॥ রবিবার দুপুরে পবিত্র হজ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ভৈরবের গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইমাম-ওলামা পরিষদসহ তৌহিদী জনতা। শহরের নিউটাউন এলাকায় হাজার হাজার জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার কাছে স্মারক লিপি দেয়। ইমাম-ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ আল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল আহদ, সহ-সভাপতি মাওলানা আতাউল্লাহ আমীন, সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আইয়ূব সাবেরী ও কমলপুর মাদ্রাসার মোহাদ্দিছ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গুলে মদিনা দরবারের ভন্ডপীর আবুল বাসারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন তারা। তা- না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এতে একাত্মতা ঘোষণা করে বিক্ষোভে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার জনতা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে ইমাম-ওলামা পরিষদের নেতৃত্বে হাজার হাজার লোকজন নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কয দুর্জয় মোড় প্রদক্ষিণ করে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জেলা প্রসাশক বরাবরে গুলে মদিনা দরবারের পীর আবুল বাসারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি দেয় তারা।
×