ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৯:১৬, ৩১ ডিসেম্বর ২০১৯

অ ন ্য র ক ম

উ. প্রদেশে মুসলিমদের বিয়ের অনুষ্ঠান পাহারা দিল হিন্দুরা ভারতে চলমান বিক্ষোভের মধ্যে একটি মুসলিম পরিবারের পাশে দাঁড়িয়ে সৌহার্দ্যরে প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলেন কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। উত্তর প্রদেশে বসবাসরত একটি মুসলিম মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। ১২ ডিসেম্বর সিএএ পাশের পর ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়। এরপর ওই মুসলিম পরিবারটি বিয়ের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। কারণ মুসলিম পরিবারটি মনে করেছিল- বিয়ের দিন হয়ত উগ্র হিন্দুরা সমস্যা তৈরি করতে পারে। বিয়ের দিন ভাংচুর চালাতে পারে। বিষয়টি স্থানীয় হিন্দুদের কানে যেতেই তারা মুসলিম পরিবারটির পাশে দাঁড়ায়। তারা বলে বিয়ের তারিখ পরিবর্তন করার দরকার নেই। প্রয়োজনে আমরা পাহারা বসিয়ে বিয়ের সকল কাজ করব। যে কথা সেই কাজ। নির্ধারিত সময়ে বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন হয়। ঠিক ঠাক বিয়েও হয়। ওই মুসলিম পরিবারের পক্ষে ওয়াজেদ ফজল বলেন, আমার ভাগ্নি জিনাতের বিয়ের তারিখ পিছিয়ে দেয়ার খবরে এলাকার হিন্দু ভায়েরা আমার পাশে দাঁড়িয়েছেন। জিনাতের বিয়ের অনুষ্ঠান ভালমতো হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। উল্লেখ্য, মোট ৪০ জন হিন্দু রাত-দিন পাহাড়া দিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে সহায়তা করেন। এদের মধ্যে স্থানীয় বিজেপি নেতারাও ছিলেন। বিজেপি নেতা অনুপ তিওয়ারি বলেন, ভারতীয় জনতা পার্টি কোনপ্রকার বৈষম্যে বিশ্বাস করে না। তিনি বলেন ‘জিনাত আমার মেয়ের মতো। -ওয়েবসাইট
×