ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বছরের শেষ দিনে সূচক ও লেনদেন বাড়ল

প্রকাশিত: ০৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০১৯

বছরের শেষ দিনে সূচক  ও লেনদেন বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার দেশের শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। সেই কারণে সোমবারই ছিল শেয়ারবাজারের শেষ কার্যদিবস। বছরের শেষ দিনটা তুলনামূলক ভালো গেলেও সার্বিকভাবে বছরটি মোটেই ভালো যায়নি দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য। তবে বছরের শেষ সময়টা কিছুটা হলেও ভালো কেটেছে। বছরের শেষ তিন কার্যদিবসে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজমান ছিল শেয়ারবাজারে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বছরের শেষ কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সবকটি সূচকের উত্থানের সঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১৫৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির। আর ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৯৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩০০ কোটি ৭৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৮ কোটি ২২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২৯ লাখ টাকার। ৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে - বিকন ফার্মাসিউটিক্যাল, স্কয়ার ফার্মাসিউটিক্যাল, স্ট্যান্ডার্ড সিরামিক, ড্যাফোডিল কম্পিউটার, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বাংলাদেশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১৫ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৮০ লাখ টাকা। লেনদেন অংশ নেয়া ২২৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
×