ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক যুগ পর ফের শুরু হচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ১২:১১, ২৯ ডিসেম্বর ২০১৯

এক যুগ পর ফের শুরু হচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা প্রদর্শনপূর্বক ‘বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ১৭ জানুয়ারি থেকে শুরু হবে। দেশব্যাপী সকল জেলা ফুটবল দল, সার্ভিসেস দল (বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ), বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং বাফুফের আওতাধীন বিশ্ববিদ্যালয় ফুটবল দল ও শিক্ষা বোর্ড এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২০’র বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা ও পরামর্শ প্রদানে শনিবার মতিঝিলের বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রতিনিধিদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিযোগিতার খেলা আগামী ১০ জানুয়ারির পরিবর্তে এক সপ্তাহ পেছানো হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি ও বাফুফের সদস্য, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বিকেএসপি ও সার্ভিসেস সংস্থার প্রতিনিধিরা। আটটি বিভাগীয় এবং একটি সার্ভিসেস দলসহ মোট ৯ দল নিয়ে হবে এই প্রতিযোগিতা। প্রতিটি দল হোম এ্যান্ড এ্যাওয়েভিত্তিক ম্যাচ খেলবে। এতে দলগুলো বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। আজ শনিবার জেলা ও বিভাগীয় এবং সার্ভিসেস দলগুলোর কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্তে এসেছে বাফুফে। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘প্রথমবারের মতো বঙ্গবন্ধুর নামে প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছি। হোম এ্যান্ড এ্যাওয়েভিত্তিতে ম্যাচ হবে। ফিফা-এএফসিতে যেভাবে টুর্নামেন্ট হয়, সেভাবেই আমরা আয়োজন করব।’ এবার থেকে এই প্রতিযোগিতা নিয়মিত আয়োজনের প্রতিশ্রতি দিয়েছেন সালাউদ্দিন, ‘এখন থেকে প্রতিবছর জানুয়ারি মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হবে। অংশগ্রহণকারী দলগুলোও খেলার ব্যাপারে ইতিবাচক।’ নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং ১৮ বছর ধরে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে থাকা আশিকুর রহমান বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের আশু আয়োজনে উচ্ছ্বসিত, ‘আমরা আনন্দিত যে এই প্রতিযোগিতায় খেলব। ৬৪ জেলায় খেলা হবে। হোম এ্যান্ড এ্যাওয়েভিত্তিক। এতে ব্যাপক সাড়া পড়বে। আমরা যে সংগঠকই হই না কেন, আমাদের শুরুটা কিন্তু ফুটবল দিয়ে।’
×