ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধার স্ত্রী নিহত

প্রকাশিত: ০৯:২৭, ২৩ ডিসেম্বর ২০১৯

 কিশোরগঞ্জে ট্রাক  চাপায় মুক্তিযোদ্ধার স্ত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ ডিসেম্বর ॥ জেলার কটিয়াদী উপজেলার আদমপুর গ্রামের মুক্তিযোদ্ধা স্বামী এবিএম আলাউদ্দিনের মোটরসাইকেলের পেছনে বসে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে যাচ্ছিলেন স্ত্রী মরিয়ম নেছা (৫৭)। রবিবার দুপুরে তারা ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে সদরের বড়পুল এলাকায় পৌঁছলে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মরিয়ম নেছা। মুহূর্তেই একটি দ্রুতগামী ট্রাক মরিয়ম নেছাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা যায়, মুক্তিযোদ্ধা এবিএম আলাউদ্দিন সস্ত্রীক হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য পাসপোর্ট করতে স্বামী-স্ত্রী একসঙ্গে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে যাওয়ার পরিকল্পনা করেন। রবিবার সকালে আদমপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী মরিয়ম নেছাকে নিয়ে মুক্তিযোদ্ধা এবিএম আলাউদ্দিন পাসপোর্ট করার জন্য কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে রওনা হন। পথিমধ্যে পাসপোর্ট অফিসের অনতি দূরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে বড়পুল হিমু পেট্রোল পাম্প এলাকায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান মরিয়ম নেছা। তখন পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নাটোরে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, বড়াইগ্রামে শখ করে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আমির হামজা (১৫) নামে নবম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুনাইহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আমির হামজা গুনাইহাটি গ্রামের রান্টু সেখের ছেলে ও মাঝগাঁও দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বনপাড়া পুলিশ জানান, নিকট আত্মীয়ের কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নিয়ে গুনাইহাটি বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ আমির হামজা সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে স্থানীয় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
×