ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম-রংপুর লড়াই

অপরাজেয় খুলনার মুখোমুখি কোণঠাসা সিলেট

প্রকাশিত: ১০:০৪, ২১ ডিসেম্বর ২০১৯

অপরাজেয় খুলনার মুখোমুখি কোণঠাসা সিলেট

স্পোর্টস রিপোর্টার ॥ খুলনা টাইগার্সকে রুখতে পারছে না কেউ। টানা ৩ ম্যাচ জিতে ইতোমধ্যেই চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) একমাত্র অপরাজিত দল তারা। মুশফিকুর রহিমের নেতৃত্বে দুর্বার খুলনাকে ঠেকানোর মিশন আজ সিলেট থান্ডারের। দলটির ওপর যেন বজ্রাঘাত হয়েছে, টানা ৪ ম্যাচ হেরে একেবারেই কোণঠাসা। প্লে’অফে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে ঘুরে দাঁড়ানো জরুরী মোসাদ্দেক হোসেন সৈকতদের। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম জয়ের সন্ধানে খুলনার মুখোমুখি হবে সিলেট। বেলা ১টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল রংপুর রেঞ্জার্সের সঙ্গে লড়বে শীর্ষে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ঢাকা পর্বে ৩ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছিল চট্টগ্রাম। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন না দুই ম্যাচ। তিনি ঢাকায় দলের শেষ ম্যাচটিতে ফিরেছিলেন। চট্টগ্রাম পর্বে এসে নিজেদের মাটিতে রিয়াদের অধিনায়কত্বে ২ ম্যাচ খেলেই শীর্ষস্থান দখল করে চ্যালেঞ্জার্স। কিন্তু রিয়াদ সর্বশেষ ম্যাচে আবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন। তাই শুক্রবার রাতে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে দেখা যায়নি তাকে। নিজেদের ষষ্ঠ ম্যাচে দলটি দেখেছে তৃতীয় অধিনায়ক হিসেবে ইমরুল কায়েসকে। ঢাকা পর্বে ২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের তারকা রায়াদ এমরিট নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রামকে। আজও রিয়াদ খেলতে পারবেন না তা প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে আবার ইমরুলের নেতৃত্বেই নামবে তারা। অবশ্য এখন পর্যন্ত চলতি আসরের দুর্বলতম দল রংপুরকে পাচ্ছে তারা ঘরের মাটিতে নিজেদের শেষ ম্যাচে। রংপুর টানা ৪ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার তলানিতে থাকা দল। বোলিং বিভাগটা দারুণ হলেও ব্যাটিংয়ে এখন পর্যন্ত নাইম শেখ ও মোহাম্মদ শাহজাদ ছাড়া বাকিদের তেমন ভাল করতে দেখা যায়নি। তবে তাদেরও ধারাবাহিকতা নেই। তবে প্রোটিয়া তারকা ক্যামেরন ডেলপোর্ট যোগ দেয়াতে ব্যাটিং শক্তি কিছুটা বেড়েছে তাদের। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ নবি ও আরাফাত সানিরা একেবারেই ছন্দে নেই। দলের টানা ব্যর্থতায় খেলোয়াড়রাও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন। এমন পরিস্থিতিতে দুর্বার চট্টগ্রামকে ঠেকানো বেশ কঠিন চ্যালেঞ্জেই ফেলবে রংপুরকে। খুলনার দারুণ কাটছে এবারের বিপিএল। মুশফিকের নেতৃত্বে টানা জয়ের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে তারা। এবার জয়ের চতুষ্টয় অর্জন বাকি। সেই লক্ষ্যেই আজ পয়েন্ট টেবিলে তলানির দল সিলেটের বিপক্ষে। তরুণ মোসাদ্দেকের নেতৃত্বে কোন ম্যাচেই তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তারা। পরাজয়ের ষোলোকলা পূর্ণ হওয়ার পর এখন গ্রুপপর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় আছে দলটি। মোহাম্মদ মিঠুন শুরুতে দুর্দান্ত ইনিংস খেললেও আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচারদের ধারাবাবাহিকতার অভাব। প্রতিনিয়ত দলের বিপদের মুখে মোসাদ্দেক কিছুটা লড়াই করছেন। এবাদত হোসেন চৌধুরী, সোহাগ গাজী, নাঈম হাসান, নাজমুল ইসলাম অপুরাও ভাল করতে পারছেন না নিয়মিত। এই সমস্যাগুলো কাটিয়ে উঠে ভালভাবে জ্বলে উঠতে না পারলে অপরাজেয় খুলনার বিপক্ষে জয় পাওয়া একেবারেই কঠিন হবে তাদের জন্য। হ্যাটট্রিক জয়ের পর খুলনা এখন শীর্ষস্থান দখলের জন্য জয়ের ধারা অব্যাহতই রাখতে মুখিয়ে আছে। বোলিংয়ে শফিউল, রবি ফ্রাইলিঙ্ক, শহীদুল ইসলাম, মোহাম্মদ আমিররা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন সর্বশেষ ম্যাচে। আর শুরু থেকেই ব্যাটসম্যানরা ছন্দে আছেন। আরেকটি জয় তুলে নিতে তাই উন্মুখ থাকবেন মুশফিক-রাইলি রুশোরা।
×