ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাওয়ালপিন্ডিতে পাকিদের টেস্টে প্রত্যাবর্তনের প্রথম দিন

পাকিস্তান-শ্রীলঙ্কা দু’দলই সমানে সমান

প্রকাশিত: ১১:৫৮, ১২ ডিসেম্বর ২০১৯

পাকিস্তান-শ্রীলঙ্কা দু’দলই সমানে সমান

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান এর আগে ঘরের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০০৯ সালের মার্চের প্রথম সপ্তাহে। লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের বহনকারী বাসে সন্ত্রাসী হামলায় দুইদিন পরই ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল। তখন আসলে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটের দরজাই বন্ধ হয়ে যায়। এক দশক পর ফের সেই লঙ্কানরা এখন পাকিস্তানে। দশ বছর পর ঘরের মাটিতে টেস্ট খেলছে পাকিরা। রাওয়ালপিন্ডিতে বুধবার শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আজহার আলির নেতৃত্বে পাকিস্তানের একাদশে থাকা এগারো ক্রিকেটারই এই প্রথম স্বদেশে টেস্ট ম্যাচ খেলছে; দেশের মাটিতে টেস্ট অভিষেক। আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ম্যাচের প্রথমদিন আলোর স্বল্পতার জন্য খেলা হয়েছে ৬৮.১ ওভার। ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছে সফরকারী লঙ্কানরা। নিরোশান দিকওয়েলা ১১ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩৮ রান নিয়ে ক্রিজে আছেন। সবুজ পিচে চার স্পেশাল পেসার নিয়ে মাঠে নামে স্বাগতিক পাকিস্তান। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর কঠিন সময় আস্থার সঙ্গে পার করে দেন দুই লঙ্কান ওপেনার। ত্রয়োদশ ওভারে উসমান শিনওয়ারির দারুণ এক ডেলিভারি অধিনায়ক দিমুথ করুনারতেœর স্টাম্প ছুঁয়ে গেলেও বেল পড়েনি। ৯৬ রানের উদ্বোধনী জুটিতে ভাল শুরু পেয়ে যায় শ্রীলঙ্কা। ১১০ বলে ৯টি চারে ৫৯ রান করা করুনারতœকে এলবিডব্লিউ করেন শাহিন শাহ আফ্রিদি। খানিক বাদে আরেক ওপেনার ওশাদা ফার্নান্দোকে প্রথম স্লিপে ক্যাচ বানান আরেক পেসার নাসিম শাহ। ৮১ বলে ৬টি চার ও এক ছক্কায় ৪০ রান করেন ফার্নান্দো। দ্রুত কুসল মেন্ডিসকে ফেরান শিনওয়ারি। বছরের শুরুতে অধিনায়কত্ব হারানোর পর প্রথমবারের মতো দলে ফেরা দীনেশ চান্দিমালকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন মোহাম্মদ আব্বাস। বিনা উইকেটে ৯৬ থেকে শ্রীলঙ্কার স্কোর হয় ১২৭/৪। এ্যাঞ্জেলো ম্যাথুস ও ডি সিলভার ব্যাটে প্রতিরোধ গড়ে শ্রীলঙ্কা। ম্যাথুসকে ফিরিয়ে ৬২ রানের জুটি ভাঙ্গেন নাসিম। এটাই তাদের দিনের শেষ সাফল্য। ৫১ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার ১৬ বছর বয়সী নাসিম। প্রথমদিন খেলা কম হয়েছে ২২.৫ ওভার। ২০০৯ সালে লাহোরে লঙ্কান টিম-বাসে সন্ত্রাসী হামলার সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই দেশটিতে ফিরল টেস্ট ক্রিকেট। আর রাওয়ালপিন্ডিতে টেস্ট ফিরল প্রায় ১৫ বছর পর। এর আগে এখানে সর্বশেষ টেস্ট হয়েছিল ২০০৪ সালের এপ্রিলে। চিরপ্রতিন্দ্বী ভারতের কাছে সেই ম্যাচ ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ২০২/৫ (৬৮.১ ওভার; করুনারতেœ ৫৯, ফার্নান্দো ৪০, কুসল ১০, ম্যাথুস ৩১, চান্দিমাল ২, দনঞ্জয়া ৩৮*, দিকওয়েলা ১১*; আব্বাস ১/৫০, শাহিন ১/৩৭, শিনওয়ারি ১/৪৭, নাসিম ২/৫১)। ** প্রথমদিন শেষে
×