ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৯:৩৬, ১ ডিসেম্বর ২০১৯

 রাজশাহীতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর মালদা কলোনিতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মালদা কলোনির ঈদগাহ মাঠ কাঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ এলাকায় মাদক বিক্রি বন্ধে পুলিশকে সহযোগিতা করায় তাকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে নিজেদের মধ্যে দেনা পাওনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত পলাতক আছে। নিহতের নাম মোঃ রাজন (২৮)। তিনি মালদা কলোনির আব্দুর রাজ্জাকের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল (২৬)। তিনি একই এলাকার আরমানের ছেলে। স্থানীয়দের দেয়া তথ্য মতে, অভিযুক্ত সোহেলের বাবা ও মা বাড়িতে গাঁজা বিক্রি করত। প্রায় ৪ মাস আগে তার মাকে পুলিশ আটক করে নিয়ে যায়। এ ঘটনায় রাজনকে পুলিশের সোর্স হিসেবে সন্দেহ করে সোহেল। শনিবার ভাইয়ের দোকানে রাজন বসে থাকা অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত আক্রমণ করে সোহেল।
×