ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষ ॥ ১৩ ফরাসি সেনা নিহত

প্রকাশিত: ২২:২২, ২৭ নভেম্বর ২০১৯

মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষ ॥ ১৩ ফরাসি সেনা নিহত

অনলাইন ডেস্ক ॥ মালিতে দুই সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় সেনা কর্মকর্তা এবং একজন মাস্টার কর্পোরাল রয়েছেন। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সোমবার মাঝ আকাশে এ দুর্ঘটনা ঘটে। এটি ফ্রান্সের কয়েক দশকের ইতিহাসে সেনাবাহিনীতে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। বিবিসি। ওই দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছেন। ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। সেনা নিহতের ঘটনায় প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। চলতি মাসের গোড়ার দিকে মালিতে ফ্রান্সের আরও এক সেনা নিহত হয়েছে। সেসময় ফরাসি ওই সেনার গাড়ির পাশে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এতে তার গাড়িটি উড়ে যায় এবং ওই সেনা নিহত হয়। ২০১২ সাল থেকে মালি সহিংসতার কবলে পড়েছে। ওই বছর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ‘তোয়ারেগ’ দেশের উত্তরাঞ্চলে দখল করে নেয়। সেখান থেকে উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আল-কায়েদা ও দায়েশ প্রতিবেশী দেশগুলোর ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতার মুখে জাতিসংঘ মালিতে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে। সেখানে বহু ফরাসি সেনা রয়েছে।
×