ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনা টাকায় বিদ্যুত সংযোগ পেলেন বীরাঙ্গনা

প্রকাশিত: ০৯:১৮, ২৫ নভেম্বর ২০১৯

 বিনা টাকায় বিদ্যুত সংযোগ পেলেন বীরাঙ্গনা

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৪ নবেম্বর ॥ আবেদনের একদিন পরই বিনা টাকায় বিদ্যুত সংযোগ পেলেন পটুয়াখালীর ইটবাড়িয়ার বীরাঙ্গনা ফুলবরু বিবি। এ বিদ্যুত সংযোগে খুশি ফুলবরু। খুশিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের জন্য দোয়া করেন বীরাঙ্গনা নিঃসন্তান ফুলবরু বিবি। জানা যায়, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর গণধর্ষণের শিকার স্বামী হারা নিঃসন্তান বীরাঙ্গনা ফুলবরু বিবি ২১ নবেম্বর তার পালিত ছেলে মিজানুর রহমানকে নিয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুত অফিসে গিয়ে ঘোরাঘুরি করেন। এ সময় জিএম মনোহর কুমারের নজরে পরলে, তাকে তার কক্ষে নিয়ে বসিয়ে তার পরিচয় জেনে তাৎক্ষণিকভাবে বিদ্যুত সংযোগ দেয়ার জন্য প্রকৌশলী ইমরান হোসেনকে নির্দেশ দেন। বীরাঙ্গনা তার বাড়িতে পৌঁছার আগেই বিদ্যুত অফিসের লোকজন বীরাঙ্গনার বাড়িতে গিয়ে ঘরটি পর্যবেক্ষণ করে আসে। শুক্রবার বন্ধের দিন লাইনম্যান আনোয়ার ও মিজানুর মিটার, তারসহ লাইন সংযোগে প্রয়োজনীয় কাজটি করে আসে। রবিবার সকাল ১০টায় জিএম মনোহর কুমার বিশ্বাস ও প্রকৌশলী ইমরান হোসেনসহ কয়েকজন বীরাঙ্গনার হাতে কাগজপত্র দিয়ে বিদ্যুত সংযোগ দিয়ে আসেন।
×