ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ হ্যালো লিডার

প্রকাশিত: ১২:৩৫, ২৪ নভেম্বর ২০১৯

আজ হ্যালো লিডার

সংস্কৃতি ডেস্ক ॥ একুশে টেলিভিশনে আজ রবিবার রাত ১০টায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘হ্যালো লিডার’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন একুশে টেলিভিশনের হেড অব ইনপুট ড. অখিল পোদ্দার। হাসান শহিদ ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি গাজীপুর-শ্রীপুরের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ। ‘হ্যালো লিডার’ প্রসঙ্গে অখিল পোদ্দার বলেন, এটি একটি জনক্ষমতায়ন বিষয়ক অনুষ্ঠান। দুর্নীতি রোধ করে জনপ্রতিনিধিদের উন্নয়ন কাজ বাস্তবায়নে বাধ্য করাই অনুষ্ঠানের উদ্দেশ্য, যা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মাদ আলী শিকদারের আশা, এতে বন্ধ হবে অবাধ দুর্নীতি। বিশেষ করে বিভিন্ন ভাতার কার্ডের নামে লুটপাট, ঠিকাদারিতে পুকুরচুরিসহ নানামুখী অনিয়ম বন্ধ করতেই জবাবদিহিমূলক এ অনুষ্ঠান। ‘হ্যালো লিডার’ অনুষ্ঠানে এলাকার তিনজন ভোটার, সংশ্লিষ্ট এমপি, মন্ত্রী কিংবা নেতার মুখোমুখি করা হয়। তাঁরা নেতাদের পুরনো প্রতিশ্রুতি আর বাস্তবায়নের বর্তমান রূপ তুলে ধরেন। কাক্সিক্ষত উত্তর দিতে বিব্রত হলে জনগণকে সাক্ষী রেখে নিজেকে সংশোধনের সময় প্রার্থনা করেন সংশ্লিষ্ট লিডার। এ কারণে নগর-মহানগরসহ প্রত্যন্ত এলাকার সার্বিক উন্নয়ন ও অপরাধ দমনে ‘হ্যালো লিডার’ জনপ্রিয় হয়ে উঠেছে। ‘হ্যালো লিডার’ আজ রাত ২টায় ও পরদিন সোমবার সকাল ৭টায় পুনঃপ্রচার হবে।
×