ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোয়ালখালী লোকালয়ে হাতির পাল ॥ উৎসুক জনতার ভিড়

প্রকাশিত: ১১:৫০, ২৪ নভেম্বর ২০১৯

বোয়ালখালী লোকালয়ে হাতির পাল ॥ উৎসুক জনতার ভিড়

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী, চট্টগ্রাম, ২৩ নবেম্বর ॥ বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল এলাকায় বাচ্চাসহ একদল হাতির পাল নেমে এসেছে। এ খবরে উৎসুক জনতা ভিড় জমিয়েছে এলাকায়। শনিবার ভোরের দিকে এই হাতির পাল লোকালয়ে নেমে আসে। হাতির পালটি পূর্ব কধুরখীল বায়তুল ফালাহ জামে মসজিদের সুপারি বাগানে অবস্থান করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এই হাতির পালে ৩টি বাচ্চাসহ ৮টি হাতি রয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, বন বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হাতির পালকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন। বোয়ালখালী থানা পুলিশ জানান, হাজার হাজার মানুষ এলাকার চতুর দিকে অবস্থান নিয়েছে এই হাতির পালকে দেখতে। ফলে মানুষের ভিড়ের কারণে এ হাতির পালকে পাহাড়ের দিকে তাড়ানো যাচ্ছে না। তিনি বলেন, হয়ত খাদ্যের সন্ধানে পার্শ্ববর্তী জৈষ্ঠ্যপুরা পাহাড় থেকে এ হাতির পাল নেমে এসেছে। উৎসুক জনতাকে সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে হাতির পালটিকে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভা-ালজুড়ি এলাকায় দেখা গিয়েছিল। সম্ভবত এ হাতির পালটি কধুরখীল এলাকায় গিয়ে পৌঁছেছে। এখনও পর্যন্ত লোকালয়ে তেমন একটা ক্ষয়ক্ষতি করেনি তারা। বরিশালে বিধবাকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামে বিধবাকে (২৫) অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে শুক্রবার রাতে একই গ্রামের কামাল খানের পুত্র রাজন খানকে (২৯) আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার সকালে বরিশাল মেডিক্যালে পাঠানো হয়েছে।
×