ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে সুশাসন বলতে কিছু নেই ॥ মওদুদ

প্রকাশিত: ১১:৫১, ১০ নভেম্বর ২০১৯

দেশে সুশাসন বলতে কিছু নেই ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ দেশে সুশাসন বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির অঙ্গ সংগঠন মৎসজীবী দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ব্যারিস্টার মওদুদ বলেন, ১১ বছর হয়ে গেল জাতীয় সংসদে কোন একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয় না। এ ছাড়া কোন একটি জাতীয় ইস্যু নিয়ে সংসদে আলোচনা হয় না। আর সংসদে যে একটা বিরোধী দল আছে, সেই বিরোধী দলের কথা না বলাই ভাল। কারণ এটা যে বিরোধী দল তা তো পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করে না। এটা একটা অকার্যকর সংসদ। এই সংসদ দিয়ে দেশে কখনও সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। মওদুদ আহমদ বলেন, এ সরকার নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছে। দেশে ১৫০ ক্যাসিনোতে জুয়ার ব্যবসা চলছে। চলমান অভিযানে খালেদ ও শামীমের কাছ থেকে যে অর্থ পাওয়া গেছে তা কিছুই না, দুর্নীতি অনেক গভীরে ঢুকে গেছে। এই দুর্নীতি থেকে এই সরকার দেশকে কখনও ফিরিয়ে আনতে পারবে না। সরকারকে উদ্দেশ করে মওদুদ বলেন, ক্ষমতায় থাকার জন্য সবকিছু দিয়ে দিতে হবে? দয়া করে এটা করবেন না। এটা দেশের জন্য ভাল হবে না। ১০ বছরে ভারতকে কি দিয়েছেন আর কি এনেছেন আমরা সবই জানি। একটা চুক্তির সঙ্গে আরও ১০০টা বিষয় জড়িত থাকে। ৭ নবেম্বর জিয়াউর রহমান ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দী ছিলেন উল্লেখ করে মওদুদ বলেন, সিপাহী-জনতা তাকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিলেন। তিনি কোন ক্যু করেননি, কোন নির্বাচিত সরকারকে অপসারণ করেননি। তিনি সংবিধান বাতিল করেননি, সামরিক আইনও জারি করেননি। এমনকি সংসদও বাতিল করেননি। ১৯৭৫ সালে সামরিক আইন জারি করে সংসদ বাতিল করেছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোশতাক আহমেদ। ‘স্বাধীনতার ঘোষণা দেয়া ও গণতন্ত্র ফিরিয়ে আনা- এ ২টি কাজের জন্য জিয়াউর রহমান অমর হয়ে থাকবেন।’ খোকার কুলখানি ১৫ নবেম্বর ॥ প্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কুলখানি অনুষ্ঠিত হবে ১৫ নবেম্বর। শনিবার সাদেক হোসেন খোকার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সংলগ্ন মাঠে ওইদিন বাদ আসর কুলখানি অনুষ্ঠিত হবে।
×