ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্মজয়ন্তীতে নানা কর্মসূচী

প্রকাশিত: ০১:৫৮, ৮ নভেম্বর ২০১৯

রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্মজয়ন্তীতে নানা কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ প্রখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার ১২৩ তম জন্মজয়ন্তী নানা কর্মসূচীর মধ্যদিয়ে শুরু হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রভাত ফেরী, রণদার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান। আজ শুক্রবার রণদার ১২৩ তম জন্মজয়ন্তী। দিনটি উপলক্ষে সকাল ৬ টায় এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রভাত ফেরী বের করা হয়। প্রভাত ফেরীটি মির্জাপুর গ্রাম প্রদক্ষিণ করে কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাসে শেষ হয়। সেখানে সমবেত এলাকার লোকজন রণদা প্রসাদ সাহার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে রণদার জন্মজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে স্থানীয় রণদা নাট মন্দিরে এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যকার মামুনুর রশীদ এবং সভাপতিত্ব করবেন রাজীব প্রসাদ সাহা।
×