ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেস্টে মুমিনুল, টি২০তে রিয়াদ অধিনায়ক

প্রকাশিত: ১১:৩৬, ৩০ অক্টোবর ২০১৯

 টেস্টে মুমিনুল, টি২০তে রিয়াদ অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার ॥ সাকিব আল হাসান না থাকলে টেস্ট ও টি২০তে অধিনায়ক থাকবেন কে কে? এ নিয়ে অনেক জল্পনা হয়েছে। শেষ পর্যন্ত ভারত সফরের বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে। আর টি২০ দলের অধিনায়ক হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারত সফরে আজই টি২০ দল যাবে। যেহেতু আগে টি২০ সিরিজ রয়েছে। তাই টি২০ দলই যাবে ভারত সফরে। তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ হবে। প্রথমবারের মতো ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ৩, ৭ ও ১০ নবেম্বর যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ ও ২২ নবেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টেস্ট শুরু হবে। শুরুতে যে টি২০ দল দেয়া হয়েছিল সেখানে সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম ছিলেন। সাকিব নিষিদ্ধ হওয়ায় নেই। তামিম ব্যক্তিগত কারণে সফরে যাবেন না। সাইফউদ্দিন ইনজুরিমুক্ত হতে সফরে যাবেন না। সাকিবের পরিবর্তে স্পিনার তাইজুল ইসলামকে নেয়া হয়েছে। সাইফউদ্দিনের বদলে আবু হায়দার রনি ভারত সফরে যাবেন। আর তামিমের পরিবর্তে মোহাম্মদ মিঠুনকে নেয়া হয়েছে। টেস্ট দলে মুমিনুলের সঙ্গে মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাইফ হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও আল-আমিন হোসেন আছেন। টেস্টে ইমরুল ও মুস্তাফিজ আবার ফিরেছেন। টেস্ট সিরিজ পরে হলেও দল ঘোষণা এখনই দেয়া হয়েছে। টি২০ দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহীম, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন। টেস্ট দল ॥ মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাইফ হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, আল-আমিন হোসেন।
×