ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাদ্য মেলায় বিএডিসি’র প্রথম পুরস্কার অর্জন

প্রকাশিত: ১২:১৫, ২৫ অক্টোবর ২০১৯

খাদ্য মেলায় বিএডিসি’র প্রথম পুরস্কার অর্জন

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত খাদ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন করে। গত ১৮ অক্টোবর কেআইবির থ্রিডি হলে মেলার সমাপনী অনুষ্ঠানে বিএডিসি’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিএডিসি’র চেয়ারম্যান সায়েদুল ইসলাম। এ সময় বিএডিসি’র মহাব্যবস্থাপক (উদ্যান) আজহারুল ইসলামসহ বিএডিসি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল মুঈদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মোঃ আবদুর রৌফ। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত সচিব (সম্প্রসারণ উইং) সনৎ কুমার সাহা, বিএডিসি’র চেয়ারম্যান সায়েদুল ইসলাম ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশ প্রতিনিধি ডি. সিম্পসন। রাজধানীর খামারবাড়ির কেআইবি কমপ্লেক্স চত্বরে বিশ্ব খাদ্য দিবস ২০১৯ উপলক্ষে গত ১৬-১৮ অক্টোবর খাদ্য মেলা অনুষ্ঠিত হয়। এবারের খাদ্য মেলার প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যত, পুষ্টিকর খাদ্যেই হবে আকাক্সিক্ষত ক্ষুধামুক্ত পৃথিবী’। -বিজ্ঞপ্তি
×