ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যানভাসে ব্যক্তিত্বের উন্মোচন

প্রকাশিত: ১৩:০৪, ২৪ অক্টোবর ২০১৯

ক্যানভাসে ব্যক্তিত্বের উন্মোচন

কেউ যেমন কারও বিকল্প না তেমনি কেউ না কেউ একে অপরের পরিপূরক। তেমনই পরিপূরক প্রতিভা, পৃষ্ঠপোষক এবং প্রকাশ। যেমন পারস্যের মহাকবি ফেরদৌসীর প্রতিভা ছিল ৩৯ রাজার রাজত্বকাল, প্রেম, যুদ্ধ প্রভৃতি নিয়ে মহাকাব্য শাহ্নামা রচনার। কিন্তু রচনার পৃষ্ঠপোষকতার জন্য দরকার ছিল সাহিত্য পিপাসু স¤্রাট সুলতান মাহমুদের। পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে প্রতিভার পূর্ণ বিকাশের ফলাফল মহাকবি ফেরদৌসীর যথাযথ প্রকাশ। একই কথা মহাকবি কালিদাসের ক্ষেত্রে প্রযোজ্য। মহারাজা বিক্রমাদিত্যের পৃষ্ঠপোষকতা পেয়ে ২৯ রাজার মাহাত্ম্য গাথা নিয়ে রঘুবংশ মহাকাব্য রচনার মধ্য দিয়ে মহাকবি কালিদাসের পূর্ণ বিকাশ। অনেকটা সেভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কর্মবীর লিয়াকত আলী লাকীর আন্তরিক অন্বেষণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে, বাংলাদেশের বরেণ্য ৩৩ জন চিত্রশিল্পীর পাশাপাশি তরুণ ১০ শিল্পীর অঙ্কনে, একঝাঁক ফটোগ্রাফারের ফটোগ্রাফিতে, চিত্র নির্মাতাদের ভিডিও ইনস্টলেশনের মাধ্যমে ফুটে উঠেছে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈচিত্র্যপূর্ণ এবং বর্ণিল যাপিতজীবন। গত ২৮ সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়ে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নং গ্যালারিতে প্রদর্শনী হয়ে চলছে, হচ্ছে এবং হবে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শিরোনামে আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী। আলোকচিত্র তুলতে গিয়ে দৈনিক রূপালী পত্রিকায় ফটো সাংবাদিক হয়ে কর্মজীবন শুরু করে ইয়াসিন কবীর জয় দৈনিক জনকণ্ঠ, নিউজ ফটো এজেন্সি ফোকাস বাংলা প্রভৃতি প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রের অবস্থানের বিবর্তন করলেও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি তোলার ক্ষেত্রে তিনি আজীবন নিমগ্ন এবং লক্ষ্য অভিমুখে দৃঢ়প্রতিজ্ঞ। ফলে জীবনের প্রথম বেলা থেকে গভীর শ্রদ্ধা ও মুগ্ধতায় জননেত্রী শেখ হাসিনার মিছিল, সভা-সমাবেশে ক্যামেরার ব্যাগ নিয়ে যেমন ছুটে চলতেন আজও ঠিক সেভাবেই ছুটে চলেন। ফলে তার তোলা ছবিগুলোতে নেত্রীর আনন্দ-বেদনা, উদ্বেগ, উৎকণ্ঠা, প্রাপ্তি, অর্জন, প্রত্যাশা, বাস্তবায়ন প্রভৃতির মুহূর্ত ধরা আছে সহজ এবং সাবলীলভাবে। ইতিহাসের পরস্পরা নির্মাণ এবং তুলে ধরায় তা অনন্য এবং অসাধারণ। মোট ৪৩ জন চিত্রশিল্পীর প্রায় অর্ধশতাধিক চিত্রকর্মে বাঙালীর স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার শেখ হাসিানার সংগ্রামী জীবনের আখ্যান। শৈশব-তারুণ্য, স্বদেশ, প্রত্যাবর্তন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ, কূটনৈতিক সাফল্য ও স্বীকৃতি, মানবতার প্রতিকৃতি প্রভৃতি ভাবনায় অনন্য আলোয় উদ্ভাসিত শেখ হাসিনা যেমন ফটোগ্রাফিতে তেমনি পেইন্টিংয়ে। ভিডিও ইনস্টলেশনে উন্নয়নের রূপকার রাজনীতির প্রজ্ঞাতার শিল্পের অনুরাগের শেখ হাসিনা দৃশ্যমান। অভিজি চৌধুরীর সমন্বয়ে স্থাপনাশিল্পে গ্রেনেড হামলার ভয়াবহতা, জনবেষ্টিত শেখ হাসিনা জাতীয় চিত্রশালা প্লাজায় ৩২ ফিট/৪৩ ফিট সাইজ বরেণ্য শিল্পীদের যৌথ অঙ্কিত প্রতিকৃতিতে হিমালয়ের মতো উদ্ভাসিত এবং প্রাজ্ঞতার আলোকচ্ছটায় প্রজ্বলিত জননেত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনা। ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ প্রদর্শনী আগামী ২৭ অক্টোবর রবিবার পর্যন্ত প্রদর্শনী হবে। আয়োজন ও বাস্তবায়ন প্রসঙ্গ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, বাঙালীর স্বপ্নসারথি, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র ও তাঁকে কেন্দ্র করে সৃজিত চিত্রকর্ম নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শনী।
×