ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এমভি পারাবত-১২ লঞ্চের ক্যাফে মালিককে জরিমানা

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ অক্টোবর ২০১৯

এমভি পারাবত-১২ লঞ্চের ক্যাফে মালিককে জরিমানা

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা-বরিশাল রুটের এমভি পারাবত-১২ লঞ্চের ক্যাফেতে খাবারের নির্ধারিত দামের চেয়ে ৪৫ টাকা বেশি রাখায় ক্যাফে মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ তথ্য জানান। তিনি বলেন, ১৬ সেপ্টেম্বর শাওন নামের এক যাত্রী ওই লঞ্চের ক্যাফেতে তার কাছ থেকে ১৫ টাকার মিনারেল ওয়াটার ২৫ টাকা, মুরগির মাংস মূল্য তালিকার চেয়ে ৩০ টাকা বেশি রাখার অভিযোগ করেন। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ক্যাফে মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহ মো. শোয়াইব মিয়া আরো বলেন, আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে দেয়া হয়েছে।
×