ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৩০ ড্রেজার মেশিন ধ্বংস

প্রকাশিত: ১২:৩৬, ১৮ অক্টোবর ২০১৯

৩০ ড্রেজার মেশিন ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৭ অক্টোবর ॥ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন ও সরকারী স্থাপনার নিকটবর্তী নিষিদ্ধ সীমানা থেকে ভোগাই নদীর বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩০টি শ্যালোচালিত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। জানা যায়, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় ভোগাই নদীর তীরবর্তী ভারত সীমানা থেকে ৩শ’ মিটারের মধ্যে বালু উত্তোলনের অভিযোগ ছিল। ওই অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন ভোগাই নদীর ওই অংশে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। বাঁধ মেরামতের দাবি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের ধরলা নদী বেষ্টিত সারডোব এলাকায় বন্যায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ ও সড়ক সংস্কার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ধরলা নদীর তীরে গ্রামবাসীসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করে। বক্তব্য রাখেন সারডোব এলাকার কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, সাবে ছাত্রনেতা মিনহাজুল ইসলাম আইয়ুব, হলোখানা ইউনিয়নের মেম্বার মোক্তার হোসেন, মেম্বার বাকিনুর রহমান, জুয়েল রহমান ও রহিমা খাতুন প্রমুখ। এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট বিভাগকে বারবার অভিযোগ করেও তারা মেরামতের জন্য কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করছে না।
×