ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশের নাম ভাঙ্গিয়ে ধলাই নদীতে চাঁদাবাজি

প্রকাশিত: ০৮:৫০, ১১ অক্টোবর ২০১৯

পুলিশের নাম ভাঙ্গিয়ে ধলাই নদীতে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জের ধলাই নদীতে চাঁদাবাজির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় টুকেরবাজারে সর্বস্তরের জনতা বিক্ষোভ মিছিল করে উপজেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করে। কোম্পানীগঞ্জ থানা পাথর বহনকারী শ্রমিক সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগে কয়েক চিহ্নিত চাঁদাবাজের নাম উল্লেখ করা হয়। স্মারকলিপি প্রদানের সময় বিক্ষিপ্ত শ্রমিকরা অভিযোগ করে বলেন, কোম্পানীগঞ্জ থানা পুলিশ স্থানীয় চাঁদাবাজচক্র অহেতুক প্রতি নৌকা থেকে কয়েক দফা চাঁদা আদায় করছে। বিগত সময়ে পুলিশ প্রশাসন শ্রমিকদের কাছ থেকে চাঁদা না নিলেও বর্তমান ওসি তাজুল ইসলাম থানায় যোগদানের কিছুদিনের মধ্যেই চাঁদা নেয়া শুরু করেন। ওসির মনোনীত এএসআই এনামুল, পুলিশের টহল দল ও স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নামে ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলন করছেন। চাঁদা উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বরাবরে তারা স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, স্মারকলিপি পাওয়ার সঙ্গে সঙ্গেই ধলাই নদীতে অভিযান চালাচ্ছি। এ নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং অভিযান অব্যাহত থাকবে। শ্রমিকরা জানান, ধলাই নদীতে বালুবাহী নৌকা থেকে ১ থেকে ৩ হাজার, পাথরবাহী নৌকা থেকে ২ থেকে ৪ হাজার টাকা, লিস্টার মেশিন থেকে ২ হাজার ২ শত টাকা, শ্যালো মেশিন থেকে ১৫ শত টাকা চাঁদা আদায় করা হচ্ছে পুলিশের সহায়তায়।
×