ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে যাওয়ার ৯০ দিনের মধ্যে স্বাস্থ্যবিমা করতে হবে

প্রকাশিত: ০৯:৫৭, ৫ অক্টোবর ২০১৯

যুক্তরাষ্ট্রে যাওয়ার ৯০ দিনের মধ্যে স্বাস্থ্যবিমা করতে হবে

অনলাইন রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে যাওয়ার ৯০ দিনের মধ্যেই স্বাস্থ্যবিমা করতে হবে বৈধ অভিবাসীদেরকে। অন্যথায় দেশটিতে তারা অবস্থান করতে পারবেন না। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা এক ঘোষণাপত্র অনুসারে, স্বাস্থ্যবিমা বা চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য না থাকলে অভিবাসীদের প্রবেশ আটকে দেয়া হবে। এই ঘোষণাপত্র অনুসারে, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার সিস্টেমের বোঝা হবেন না এমন প্রমাণ দিতে পারলে তাদের ভিসা দেবেন কনস্যুলার কর্মকর্তারা। ট্রাম্প এই ঘোষণায় বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের তুলনায় সম্ভবত তিনগুণ বেশি বৈধ অভিবাসীর স্বাস্থ্যবিমা নেই। কর প্রদানকারী আমেরিকানদের বোঝা হওয়া উচিত নয় অভিবাসীদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই ঘোষণা আগামী ৩ নভেম্বর থেকে কার্যকর হবে। তিনি ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময়ই অভিবাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা জানান। তিনি দেশটির অভিবাসন আইনে একাধিক পরিবর্তন এনেছেন। এর ফলে দেশটি থেকে অনেক অভিবাসীকে বের করে দিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: এএফপি
×