ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদকমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা নিতে হবে ॥ শেখ সেলিম

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

মাদকমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা নিতে হবে ॥ শেখ সেলিম

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের ভূমিকা নিতে হবে। কলেজে একটা কমিটি করে ঘোষণা করতে হবে, কোন মাদকাসক্ত এ কলেজে পড়তে পারবে না। তাহলে মাদকের ব্যবহার অনেক কমে যাবে। আজ রবিবার দুপুরে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে কলেজ ছাত্রলীগ আয়োজিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, এমপি, একথা কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, সদর উপজেলা শেখ লুৎফর রহমান বাচ্চু ও পৌর-মেয়র কাজী লিয়াকত আলী লেকু সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় বহু নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। পরে শেখ ফজলুল করিম সেলিম, এমপি, সরকারি বঙ্গবন্ধু কলেজের দশতলা-বিশিষ্ট একাডেমিক ভবন, ছয়তলা-বিশিষ্ট ছাত্রী হোস্টেল ও ছয়তলা-বিশিষ্ট শিক্ষক ডরমেটরী ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
×