ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ভারত ফাইনাল আজ

প্রকাশিত: ১১:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ ভারত ফাইনাল আজ

রুমেল খান ॥ ২০১৫ আসরে সেমিফাইনাল থেকে বিদায়। ২০১৭ আসরে ফাইনালে হার। ২০১৯ আসরেও ফাইনালে ওঠা। এবার কী তৃতীয় প্রচেষ্টা সফল হবে বাংলাদেশের যুব ফুটবলারদের? তারই উত্তর জানা যাবে আজ রবিবার সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা শেষ হবার পর। যাতে দুপুর সোয়া ৩টায় নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একইদিনে সকাল সোয়া ১১টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভুটান মোকাবেলা করবে মালদ্বীপকে। ফাইনালে যে দলই চ্যাম্পিয়ন হোক না কেন তারাই হবে নতুন চ্যাম্পিয়ন। আগের দুই আসরেই যারা শিরোপা জিতেছিল সেই নেপাল এবার নিজেদের মাটিতেই ফাইনালে দর্শক। কেননা গ্রুপপর্বেই তাদের বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ এ্যান্ড্রু পিটার টার্নার ফাইনাল প্রসঙ্গে বলেছেন, ‘আমরা ফাইনালের জন্য অপেক্ষা করছি। তাদের বিরুদ্ধে কিছু পরিকল্পনা আছে। আমরা অনুশীলনে অনেক কাজ করেছি, অনেককিছু ভেবেছি।’ অধিনায়ক ইয়াসিন আরাফাত বলেন, ‘আমাদের জয়ের ক্ষুধা আছে। আমরা ফাইনালে ভাল ফুটবল খেলতে চাই।’ মজার বাপারÑ এই আসরে বাংলাদেশ-ভারত উভয় দলই তাদের নিজ নিজ ম্যাচে একই ফল করেছে। গ্রুপপর্বে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারায় ৩-০ গোলে, পরের ম্যাচে ভারত-বাংলাদেশ গোলশূন্য ড্র করে। ভারতও শ্রীলঙ্কাকে ৩-০ গোলে হারায়। পয়েন্ট, গোলগড় এমনকি কার্ডের বিচারেও দু’দলের স্কোর একই হওয়াতে শেষে লটারিতে বাংলাদেশকে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর দু’দলই খেলে সেমিফাইনালে। সেখানে বাংলাদেশ ৪-০ গোলে হারায়। অপর সেমিতে ভারতও একই ব্যবধানে হারায় মালদ্বীপকে। তাছাড়া বাংলাদেশ-ভারত দু’দলই এখনও কোন গোল হজম করেনি। আরও মজার ব্যাপারÑ এই আসরে দু’দলই একবারের রানার্সআপ হয়েছে ভারত ২০১৫ সালে, বাংলাদেশ ২০১৭ সালে। এই টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাটিতে প্রায় তিন সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ দল। দলে ডাক পাওয়া বেশিরভাগ খেলোয়াড় প্রিমিয়ার লীগে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। এই আসরে গ্রুপ ‘এ’তে ছিল নেপাল, ভুটান ও মালদ্বীপ। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান নাম প্রত্যাহার করে নেয়। এই টুর্নামেন্টকে সামনে রেখে ঘরের মাটিতে প্রায় তিন সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ দল। সাফের বয়সভিত্তিক এ আসরটি হয়ে আসছে ২০১৫ সাল থেকে। প্রতিবার অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। প্রথম আসরটি হয়েছিল অনুর্ধ-১৯ ক্যাটাগরিতে। ওই আসরে সেমিতে ভারত টাইব্রেকারে ৪-৩ (০-০) হারায় বাংলাদেশকে। পরের আসরটিই হয়েছে সাফ অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ নামে। ২০১৭ সালে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে বদলা নেয় বাংলাদেশ। ২০১৫ আসরে না পারলেও ২০১৭ আসরে নেপালের কাছে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ। এবার আবারও আরেকটি ফাইনালে ইয়াসিনরা। কথায় আছে, ‘দান দান, তিন দান।’ প্রথম দু’বার না পারলেও এবার সেই ব্যর্থতা ঘুচিয়ে কাক্সিক্ষত সাফল্য কুড়িয়ে নিতে চায় বাংলাদেশ অনুর্ধ-১৮ জাতীয় দলের যুব ফুটবলাররা। তৃতীয়বারের চেষ্টায় এবার কী শিরোপা জিততে পারবে তারা?
×