ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাশ্মীর নিয়ে একপেশে প্রোপাগান্ডা চালাচ্ছে দিল্লী

প্রকাশিত: ০৮:৫৪, ২২ সেপ্টেম্বর ২০১৯

কাশ্মীর নিয়ে একপেশে  প্রোপাগান্ডা চালাচ্ছে দিল্লী

টানা ৪৬ দিন পর গৃহবন্দী জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির টুইটার একাউন্ট থেকে বার্তা পাঠানো সম্ভব হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর মেহবুবার পক্ষে তার মেয়ে ইলতিজা মুফতি শুক্রবার টুইটারের সাহায্যে গণমাধ্যমকে সাক্ষাতকার দেন। ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে মেহবুবা মুফতিসহ ওই রাজ্যের অপর দুই মুখ্যমন্ত্রীকে আটক করে ভারত সরকার। এরপর চলতি মাসের শুরুতে ভারতীয় সুপ্রীমকোর্টের নির্দেশে মা মেহবুবার সঙ্গে দেখা করার অনুমতি পান ইলতিজা। শুক্রবার টুইটারের সাহায্যে কাশ্মীরের চলমান পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাতকারে ইলতিজা মুফতি বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেয়ার পর পাকিস্তান কাশ্মীর ইস্যুটি আন্তর্জাতিক পরিম-লে নিয়ে গেছে বলে সমালোচনা করা হচ্ছে। অপরদিকে ভারত সংবিধানের ৩৭০ ধারা তুলে দেয়ার পক্ষে যুক্তি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সম্মিলিতভাবে প্রোপাগা-া ছড়িয়েছে। তিনি বলেন, ৩৭০ ধারা তুলে দেয়ার পক্ষে ভারত সরকার সম্মিলিতভাবে ও একপেশে প্রোপাগান্ডা চালাচ্ছে। বিজেপি সরকারকে সমালোচনা করে ইলতিজা বলেন, আপনারা আপনাদের প্রতিষ্ঠানসমূহকে দিয়ে কাশ্মিরীদের দমন ও সেনাবাহিনী দিয়ে এখানকার মানুষের ওপর অমানুষিক নির্যাতন করে উপত্যকাবাসীর হৃদয় জয় করতে চাইছেন? ৫ আগস্টের পর থেকে কাশ্মীরের অবরুদ্ধ অবস্থার কথা উল্লেখ করে ইলতিজা মুফতি বলেন, উপত্যকার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাহলে কাশ্মীর কি ভারতের অবিচ্ছেদ্য অংশ না উপনিবেশ। গত এক মাসের বেশি সময় ধরে কাশ্মীরকে একটি খাঁচার মধ্যে মুড়ে রাখা হয়েছে। আমরা এখন কাশ্মীরের মানবিক, অর্থনৈতিক ও মানসিক সঙ্কট নিয়ে কথা বলতে পারছি। কাশ্মীরের নারী অধিকার এখন শূন্যে নেমে এসেছে। ৩৭০ ধারা বিলোপের পর মূলত কাশ্মীরের জন্য ভাল কিছুই হয়নি। তিনি বলেন, কাশ্মীরের অবস্থা আগে বিহার ও উত্তর প্রদেশের চেয়ে ভাল ছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকারের আমলে কাশ্মীরের অবস্থার অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-সামনে ভাল দিন আসবে স্লোগান তুলে ইলতিজা মুফতি বলেন, এই কি সেই সেই আচ্ছে দিনের নমুনা। ভারতের জিডিপি কমে আসার উদাহরণ টেনে ইলতিজা বলেন, ভারতের মোট প্রবৃদ্ধি এখন বাংলাদেশের চেয়েও কম।
×