ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটা সৈকতে ময়লা-আবর্জনা ॥ দর্শনার্থীরা বিব্রত

প্রকাশিত: ১২:০৯, ১২ সেপ্টেম্বর ২০১৯

কুয়াকাটা সৈকতে ময়লা-আবর্জনা ॥ দর্শনার্থীরা বিব্রত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ সেপ্টেম্বর ॥ সৈকতের শূন্য পয়েন্টে রাস্তার পূর্বপাশ ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় কয়েক ব্যবসায়ী এ ময়লা-আবর্জনা ফেলছে। পৌরসভার নিয়মিত পরিচ্ছন্ন কর্মী কিংবা কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটি এ বিষয়ে চরম উদাসীন রয়েছেন। পর্যটকরা ওই পথ দিয়ে অসহনীয় অবস্থায় সৈকতে যাওয়া আসা করছেন। তারা এসব দৃশ্য দেখে নাকমুখ চেপে চলাচল করছেন। বুধবার সকালে কুয়াকাটার পর্যটন সম্ভাবনাময় স্পট বিষয়ে এক মতবিনিময় সভায় পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক নিজে ময়লা-আবর্জনার বিষয় উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। কুয়াকাটা পৌরসভার নির্দিষ্ট পরিচ্ছন্নকর্মী রয়েছে। তাদের নামে বিচ ক্লিনিং-এর ভাউচার করা হয়। খরচ দেখানো হয়। অবস্থাদৃষ্টে এটি যেন সাগরের জলে খরচ হচ্ছে। শূন্যপয়েন্ট ছাড়াও কাঁকড়া-মাছ ফ্রাইয়ের দোকানের আশপাশে এবং আদর্শ গ্রামের আশপাশেও ময়লা- আবর্জনায় একাকার হয়ে আছে। কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা জানান, নিয়মিত পরিচ্ছন্ন করা হয়। তারপরও বিষয়টি নিজে তদারকির কথা বললেন।
×