ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ছয় ক্যামেরার স্মার্টফোন আনছে সনি

প্রকাশিত: ০৯:২১, ২৬ আগস্ট ২০১৯

 ছয় ক্যামেরার স্মার্টফোন  আনছে সনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সনির নতুন স্মার্টফোনে থাকছে ছয়টি ক্যামেরা। সম্প্রতি ফাঁস হওয়া ফোনটির একটি স্থিরচিত্র থেকে তেমনটিই ধারণা করা হচ্ছে। আর তা হলে এটিই হবে এ যাবতকালের সর্বাধিক ক্যামেরার স্মার্টফোন। ম্যাক জে নামের এক ব্যক্তি সনির এই ফোনটিকে নিয়ে টুইটারে একটি টুইট করেছেন, যেখানে তিনি দাবি করেছেন ফোনটির পেছনে ২.৪ এ্যাপারচার ও ২০ মেগাপিক্সেল সেন্সর, ২.৪ এ্যাপারচার এবং ৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ভেরিয়েবল এ্যাপারচার ও ৪৮ মেগাপিক্সেল সেন্সর, ১.২ ও ০.৪-এর পরিবর্তনশীল এ্যাপারচার এবং ১২ মেগাপিক্সেল সেন্সরের চারটি ক্যামেরা থাকতে পারে। এছাড়া ফোনটিতে ০.৩ মেগাপিক্সেল টিওএফ সেন্সর এবং ১০ মেগাপিক্সেল সেন্সরসহ দুটি ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। তবে ম্যাক তার টুইট বার্তায় বলেছেন, ফোনটির চূড়ান্ত সংস্করণে এই ফিচারগুলোর পরিবর্তনও হতে পারে। আর সেটটি কবে বাজারে আসবে সে বিষয়েও কোন তথ্য দিতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের ক্যামেরায় অবিশ্বাস্য উন্নতির ছোঁয়া লেগেছে।
×