ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপ অক্টোবরে

প্রকাশিত: ১২:৪৫, ২৫ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু গোল্ডকাপ অক্টোবরে

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভা বাফুফে ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে ৫টি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : ‘এএফসি কাপ’-এ গ্রুপ ‘ই’র খেলায় ঢাকা আবাহনী লিমিটেড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই আসরের ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালে উন্নীত হওয়ায়, মহিলা ফুটবল খেলোয়াড় সাবিনা খাতুন ‘সেভ দ্য চিলড্রেন’-এর বাংলাদেশের শুভচ্ছো দূত হওয়ায়, ‘এএফসি কাপ’-এর খেলায় এএফফির ওয়েবসাইটে আবাহনীর দুই খেলোয়াড় মামুনুল ইসলাম ও সোহেল রানার গোল সপ্তাহের সেরা গোল নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন; ‘টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ এবং ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ’-এর পয়েন্ট টেবিল অনুমোদন ও প্রিমিয়ার লীগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন এবং ঢাকা আবাহনী রানার্সআপ হওয়ায় অভিনন্দন জ্ঞাপন; গত ১৬-২৫ আগস্ট পর্যন্ত ‘প্রথম বিভাগ ফুটবল লীগ’-এর খেলোয়াড় দলবদল চলবে এবং আগামী ৭ সেপ্টেম্বর থেকে ‘প্রথম বিভাগ ফুটবল লীগ’-এর খেলা শুরু, আগামী ২২ অক্টোবর থেকে ২ নবেম্বর পর্যন্ত ‘বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা’র আয়োজন করা এবং আগামী ১৬ নবেম্বর ‘বাফুফে এজিএম’ আয়োজন। টি২০ সিরিজে বাদ ম্যাথুস-থিসারা স্পোর্টস রিপোর্টার ॥ ব্যাট হাতে এখন পর্যন্ত দুর্দান্ত সব ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তার প্রমাণ নিয়মিতই দিয়ে চলেছেন অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুস। এবার বিশ্বকাপেও তা করে দেখিয়েছেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ভাল ব্যাট করেছেন সাবেক এ শ্রীলঙ্কান অধিনায়ক। কিন্তু টি২০ ক্রিকেটের জন্য আপাতত মানানসই ব্যাটিং করতে পারছেন না। শ্রীলঙ্কার টি২০ দল ॥ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আভিশকা ফার্নান্দোা, কুসল পেরেরা, দানুস্কা গুনাথিলকা, কুসল মেন্ডিস, শিহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা ও লাহিরু মাদুশঙ্কা।
×