ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উৎপাদন আরও ১৫ দিন বন্ধ রাখবে আলহাজ টেক্সটাইল

প্রকাশিত: ১২:২১, ২৫ আগস্ট ২০১৯

 উৎপাদন আরও ১৫ দিন বন্ধ রাখবে আলহাজ টেক্সটাইল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত আলহাজ টেক্সটাইলসের উৎপাদন আরও ১৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। এর আগে আরও দু’বার সময় বাড়ানো হয়েছিল। উৎপাদিত সুতা বিক্রির কোন উন্নতি না হওয়ায় গেল ৬০ দিন ধরে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের এই কারখানা বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানির দেয়া তথ্যানুযায়ী, আগামী ২৪ আগস্ট থেকে এর উৎপাদন চালু হওয়ার কথা ছিল। কিন্তু উৎপাদিত মজুদ সুতা বিক্রির কোন উন্নতি না হওয়ায় আরও ১৫ দিন অর্থাৎ ২৪ আগস্ট থকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলহাজ টেক্সটাইল। উল্লেখ্য, চলতি মূলধনের তীব্র সঙ্কট, বাজারে পণ্যের চাহিদা না থাকা এবং বর্তমানে গুদাম মজুদ পণ্যে পরিপূর্ণ থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব থাকার কারণে গত ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত ৩০ দিনের জন্য কারখানাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আলহাজ টেক্সটাইল। কিন্তু এ সময়ের মধ্যেও কোম্পানির সুতা বিক্রির কোন উন্নতি হয়নি। তাই প্রথম ধাপে ১৫ দিন অর্থাৎ ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এ সময়েও কোম্পানিটির উৎপাদন মজুদ সুতা বিক্রির কোন উন্নতি হয়নি। তাই দ্বিতীয় ধাপে আরও ১৫ দিন অর্থাৎ ৯ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত কোম্পানিটির কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কোম্পানির একই অবস্থা থাকার কারণে উৎপাদন বন্ধের সময় তৃতীয় ধাপে আরও ১৫ দিন বাড়াল কোম্পানিটি।
×