ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিনসিনাটি মাস্টার্স থেকে জোকোভিচের বিদায়

প্রকাশিত: ০৩:০৩, ১৮ আগস্ট ২০১৯

সিনসিনাটি মাস্টার্স থেকে জোকোভিচের বিদায়

অনলাইন ডেস্ক ॥ সিনসিনাটি মাস্টার্সে অপ্রত্যাশিত হার দেখলেন র্যাংকিংয়ের এক নম্বর নোভাক জোকোভিচ। সেমিফাইনালে প্রথম সেটে জয় পেলেও পরের দুই সেটে হেরে গেছেন নবম বাছাই রাশিয়ান দানিল মেদভেদেভের কাছে। এবারের হার্ড কোর্ট মৌসুমে ভালো ফর্মে আছেন মেদভেদেভ। শুরুতে ৩-৬ গেমে হেরেও পরের দুই সেট জিতে নিয়েছেন অনায়াসে। জয়টা ছিল ৬-৩, ৬-৩ গেমে। ফাইনালে মুখোমুখি হবেন বেলজিয়ামের ডেভিড গফিনের। তিনি হারিয়েছেন ফরাসি রিচার্ড গ্যাসকেটকে। আট দিনের মাথায় দ্বিতীয় মাস্টার্স ফাইনাল খেলছেন মেদভেদেভ। মন্ট্রিয়লে নাদালের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয়েছেন। এবার আছেন শিরোপা জয়ের আশায়। জোকোভিচকে হারানোর পর তার প্রতিক্রিয়া, ‘বলতে পারছি না আসলে কীভাবে এমনটা সম্ভব হলো। প্রথম সেটের পর খুব ক্লান্ত ছিলাম। মনে করেছিলাম এরপর হয়তো আর পারবো না। কিন্তু দ্বিতীয় সেটে মোমেন্টামটা পেয়ে গেলাম। দর্শকরাই আমাকে প্রেরণা দিয়েছে।’
×