ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

প্রকাশিত: ০১:৪৫, ৬ আগস্ট ২০১৯

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, কেসবপুর ॥ আজ মঙ্গলবার সকালে "নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি" এ শ্লোগানে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক এক র্যালি করা হয়েছে। র্যালির পাশাপশি এ সময় মশা প্রতিরোধে ফগার মেশিনে ডোবা-নালা ও জলমগ্ন এরাকায় বিষ ছিটানো হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কেশবপুরে ডেঙ্গুতে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। প্রাদূর্ভাবও খুব বেশী না। তবে কয়েকজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। কেশবপুর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার রুমি জানান, দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া বাইরে আরও তিনজন ডেঙ্গু রোগী পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।
×