ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্কিডের প্রশংসা করায় মুক্তি

প্রকাশিত: ১০:০৩, ২৯ জুলাই ২০১৯

 অর্কিডের প্রশংসা করায় মুক্তি

অস্ট্রিয়ার গ্রাজ শহরে মোটরসাইকেল চালাচ্ছিলেন পেশাদার ট্রায়াথলিট নাথালি বারলি। হঠাৎ একটি গাড়ি ধাক্কায় দেয় তাকে। এতে পড়ে গিয়ে তার হাত ভেঙ্গে যায়। রাস্তা থেকে তাকে অপহরণ করে বাসায় নিয়ে গিয়েছিল এক ব্যক্তি। চলছিল অমানুষিক নির্যাতন। তবে হঠাৎই বদলে গেল সব। তাকে মুক্তি দিল এমনকি বাড়িও পৌঁছে দিল অপহরণকারী। তিনি শুধু ওই বাড়িতে থাকা একটি অর্কিডের প্রশংসা করেছিলেন তাতেই তিনি মুক্তি পান। নাথালি জানান, এ সময় গাড়ির চালক বেরিয়ে এসে একটি কাঠের টুকরো দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে নিজের বাড়িতে নিয়ে যান। জ্ঞান ফিরলে দেখেন তাকে একটি আর্মচেয়ারে বেঁধে রাখা হয়েছে। তিনি বলেন, ওই ব্যক্তি আমাকে জোর করে এ্যালকোহল পান করান, শ্বাসরোধের চেষ্টা করেন, এমনকি বাথটাবের ঠাণ্ডা পানিতে চুবান। -ওয়েবসাইট
×