ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খেজুরের বীজ বপন উদ্বোধন

প্রকাশিত: ০৮:২৯, ২৮ জুলাই ২০১৯

 খেজুরের বীজ বপন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পরিবেশের ভারসাম্য রক্ষার নিমিত্তে ও জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচীর আওতায় শনিবার সকালে জেলার দশ উপজেলায় একযোগে ১০ লাখ খেজুর গাছের বীজ বপন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি উপজেলায় পর্যায়ক্রমে ১০ লাখ করে সর্বমোট এক কোটি খেজুর গাছের বীজ বপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। তিনি জানান, জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে এ বছর জেলার ১০ উপজেলায় এক কোটি খেজুর গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সাধারণ মানুষকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করতেই এবার খেজুর গাছের বীজ বপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
×