ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরাদ্দ না পাওয়ায় নিজ খরচে এসএ গেমসের প্রস্তুতি

প্রকাশিত: ১১:৩৭, ২৭ জুলাই ২০১৯

 বরাদ্দ না পাওয়ায় নিজ খরচে এসএ গেমসের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ এসএ গেমসে অতীতের চেয়ে এবার বেশি এ্যাথলেট নিয়ে যাচ্ছে বাংলাদেশ। গেমসে অংশগ্রহণের মাধ্যমে তাদের অভিজ্ঞতা বাড়াতে চায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ)। তবে বরাদ্দকৃত অর্থ এখনও না পাওয়ায় প্রস্তুতিতে ঘাটতির শঙ্কা বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজার। নিজ খরচে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ফেডারেশনগুলো। এসএ গেমসে বাংলাদেশের সেরা সাফল্য ২০১০ সালে। ঘরের আসরে সেবার সর্বোচ্চ এ্যাথলেটের অংশগ্রহণে ১৮ স্বর্ণসহ মোট ৯৭টি পদক জিতেছিল লাল-সবুজ বাহিনী। ছয় বছর পর ভারতে স্বর্ণের সংখ্যা চারে নেমেছে, ৭৫ পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে। আগামী ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। এবার পদক সংখ্যা বাড়াতে চায় বিওএ। সে লক্ষ্যে বেশি এ্যাথলেট পাঠানোর পরিকল্পনা বিওএ’র। ২৫ ডিসিপ্লিনে এখন পর্যন্ত খসড়া তালিকায় ৭০০’র বেশি এ্যাথলেটের নাম পাঠিয়েছে বিভিন্ন ফেডারেশন। গেমসের প্রস্তুতির জন্য সরকার থেকে সাড়ে ১৮ কোটি টাকা চেয়ে মিলেছে ১৫ কোটির আশ্বাস। তবে বরাদ্দ হাতে না পাওয়ায় নিজ খরচেই প্রস্তুতি চালিয়ে নিচ্ছে ফেডারেশনগুলো। প্রস্তুতির ঘাটতি নিয়ে চিন্তা আছে বিওএ মহাসচিবের। এ্যাথলেটদের আবাসন ব্যবস্থা নিয়েও সঙ্কটে পড়েছে বিওএ। পর্যাপ্ত জায়গা না থাকায় প্রস্তুতি ক্যাম্পেও যোগ দিতে পারেনি অনেকেই।
×