ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:০১, ২৬ জুলাই ২০১৯

পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ উদ্বোধনের আগেই চট্টগ্রামের পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় মারা গেছে মোস্তামিম ফারুকী (৬) নামের এক শিশু। সে উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকী পাড়া এলাকার নাসির উদ্দীন ফারুকীর পুত্র। শিশুটি কচুয়াই সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাইপাসের ফারুকী পাড়া পয়েন্টে রাস্তা পারাপারের সময় দ্রুতগামি একটি মোটরসাইকেলের ধাক্কায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পরেই বিক্ষুব্ধ লোকজন বাইপাস সড়কে বাঁশ ফেলে ব্যারিকেড দেন। জানা গেছে, পটিয়া ইন্দ্রপুল থেকে বাসটার্মিনাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কিলোমিটার পটিয়া বাইপাস সড়কের কাজ সম্পন্ন হয়েছে। এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ৬টি পয়েন্টে বাইপাসের সঙ্গে উপজেলার সড়কের সংযোগ রয়েছে। সংযোগ সড়কের ৬টি পয়েন্ট খুবই ঝুঁকিপূর্ণ। যার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটনার শিকার হচ্ছে। শুক্রবার দুপুরে নগরীর একব্যক্তি চন্দনাইশের একটি কমিউনিটি সেন্টার থেকে বিয়ে অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন। মোটরসাইকেলটি উপজেলার ফারুকী পাড়া এলাকায় পৌছলে ধাক্কায় শিশু মোস্তামিম ফারুকী গুরুতর জখম হয়। তাকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এদিকে, মৃত ঘোষনার পর শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে পুনরায় নড়াচড়া করছে বলে তারা সন্দেহ করেন। পরে পুনরায় পটিয়া হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানেও মৃত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম জসিম হয়েছেন, পটিয়া বাইপাসের সড়কের ৬টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ থাকার কারণে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। উদ্বোধনের আগেই এসব ঝুঁকিপূর্ণ পয়েন্ট ঠিক করা একান্ত জরুরি অন্যথায় দুর্ঘটনা প্রতিনিয়ত হবে। উল্লেখ্য, এর আগে সড়ক দুর্ঘটনায় আরো দুইব্যক্তি প্রাণ হারিয়েছে।
×