ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ 

 জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই

সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ০৭:৫২, ১ জুলাই ২০২৫

 জলবায়ু সংকট মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই

সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ 

‘বৃক্ষ শুধু প্রকৃতির শোভা নয়, এটি পরিবেশ রক্ষায় অপরিহার্য উপাদান। জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার যে চ্যালেঞ্জ, তা মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই’—গাইবান্ধার সুন্দরগঞ্জে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির সংক্ষিপ্ত আলোচনা সভায় এসব কথা বলেন অতিথিরা।

সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের তানযীমুল মিল্লাত রেসিডেন্সিয়াল মাদ্রাসা মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক মো. ফাহিম মন্ডল।

সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার সভাপতি মো. সোহান ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্কুল সম্পাদক মো. নূরানী সাগর ও গাইবান্ধা শহর শাখার সাংগঠনিক সম্পাদক মো. নোমান আব্দুল্লাহ।

তারা বলেন, 'বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, বৃষ্টিপাত বাড়ায় এবং মৃত্তিকার ক্ষয় রোধ করে। তাই এখনই সময় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে গাছ লাগানোকে আন্দোলনে রূপ দেওয়ার। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পৃথিবীর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।'

এ সময় উপস্থিত ছিলেন  পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি মো. শাহিন সরকার, আদর্শ উপজেলা শাখার সেক্রেটারি মো. সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন ইসলাম, বায়তুলমাল সম্পাদক মো. খালেকুজ্জামান খোকন, পাঠাগার সম্পাদক মো. সুরুজ ইসলাম, সাহিত্য সম্পাদক মো. বায়োজিদ হাসান প্রমুখ।

পরে তানযীমুল মিল্লাত মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগম এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিরা। এসময় শিক্ষার্থীদের মাঝেও বিতরণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা।

তাসমিম

×