ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের মন্তব্যে আফগানিস্তানের তীব্র প্রতিক্রিয়া

প্রকাশিত: ০৯:০৪, ২৫ জুলাই ২০১৯

 ট্রাম্পের মন্তব্যে আফগানিস্তানের তীব্র প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের চেহারা এ পৃথিবী থেকে মুছে দিতে পারতেন। কিন্তু তিনি এক কোটি লোককে হত্যা করতে চাননি বলে সোমবার যে মন্তব্য করেছেন আফগানিস্তান একদিন পর মঙ্গলবার তার ব্যাখ্যা দাবি করেছে। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। প্রেসিডেন্ট আশরাফ গণির সরকার কঠোর ভাষার এক বিবৃতিতে বলেছে যে, আফগানিস্তান প্রত্যাশা করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এর সম্পর্কের ভিত্তি হবে অভিন্ন স্বার্থ ও পারস্পরিক মর্যাদায়। ট্রাম্প সোমবার ওভাল অফিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে মন্তব্যটি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি প্রস্তুতকৃত সামরিক পরিকল্পনার উল্লেখ করছিলেন। তিনি বলেন, আমি সে যুদ্ধে এক সপ্তাহের মধ্যে জয়ী হতে পারতাম। গনির সরকার আভাস দিয়েছে যে, তারা বিষয়টি ছেড়ে দিতে পারেন না। বিবৃতিতে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানের সরকার আফগান জনগণকে বিষয়টি সম্পর্কে অবহিত রাখতে চান। গনি আগামী নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে ট্রাম্পের দক্ষিণ এশীয় নীতিকে রাজনৈতিক পুঁজি হিসেবে লুফে নিয়েছেন।
×