ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চন্দ্রাভিযানের সুবর্ণজয়ন্তী

প্রকাশিত: ১০:৪৮, ২০ জুলাই ২০১৯

 চন্দ্রাভিযানের সুবর্ণজয়ন্তী

মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার চন্দ্রাভিযানের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে গুগল। ঐতিহাসিক সাফল্য উপলক্ষ্য করেই সেজেছে শুক্রবারের ডুডল। একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে চাঁদে যাওয়া ও পৃথিবীতে ফেরত আসার কাহিনী। সাবেক মহাকাশ বিজ্ঞানী তথা নাসার এ্যাপোলো ১১-এর কম্যান্ড মডিউল পাইলট মাইকেল কলিন্স তার প্রথম অভিজ্ঞতা শেয়ার করেছিলেন বিবৃতির মাধ্যমে। প্রোজেক্ট এ্যাপোলোর সাফল্যের জন্য পুরো দুনিয়ার চার লাখ মানুষের অবদান রয়েছে বলে জানান কলিন্স। নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন ও মাইকেল কলিন্স ছাড়াও এই দলে মূলত ছিলেন ফ্যাক্টরির কর্মী, বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা। ৫০ বছর আগে মানবসভ্যতায় নয়া নজির সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিন মার্কিন মহাকাশ বিজ্ঞানী। চাঁদে পৌঁছতে সেই মহাকাশযানের সময় লেগেছিল চারদিন। ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের মাটিতে পা রাখে মানুষ। -সিনেট
×