ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিখোঁজ আঙ্কেল ফ্যাটি!

প্রকাশিত: ১০:৩১, ১১ জুলাই ২০১৯

 নিখোঁজ আঙ্কেল ফ্যাটি!

থাইল্যান্ডের বিখ্যাত বানর ‘আঙ্কেল ফ্যাটি’কে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রায় চার মাস। এতে চিন্তায় পড়েছেন তার ভক্তরা! তবে, বিশেষজ্ঞদের ধারণা, অতিরিক্ত ওজনের বানরটি মারা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০ বছর বয়সী ম্যাকক প্রজাতির বানরটি মূলত বিশাল আকারের পেটের জন্য বিখ্যাত হয়ে উঠেছিল। পর্যটকদের দেয়া খাবার খেয়ে তার ওজন দাঁড়িয়েছিল প্রায় ১৫ কেজি। যা এ প্রজাতির বানরের স্বাভাবিক ওজনের প্রায় দ্বিগুণ। একারণে তাকে দুই বছর আগে একটি ‘ফ্যাট ক্যাম্পে’ রেখে যান পশুপ্রেমীরা। বানরটির ওজন কমানোর সব চেষ্টাই বৃথা যায়। কারণ, অন্য বানরদের খাবার চুরি করা ও পর্যটকেরা তাকে যা দিত, সবই খেত সে। ভুড়িওয়ালা পেট আর সহজে ছবি তুলতে দেয়ার কারণে পর্যটকদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে বানরটি। নেটিজেনরা আদর করে তার নাম রাখেন ‘আঙ্কেল ফ্যাটি’। গত ফেব্রুয়ারিতে নিরুদ্দেশ হয়ে যায়। প্রাণী বিশেষজ্ঞদের ধারণা, মৃত্যুর সময় ঘনিয়ে আসায় সে নিজেই দল ছেড়ে দূরে চলে গেছে। গিবন, ম্যাকক, লেঙ্গুর ও লোরিসসহ কয়েকটি প্রজাতির হাজার হাজার বানরের বসবাস থাইল্যান্ডে। কিছু কিছু এলাকায় মানুষের পাশাপাশি অসংখ্য বানর দলবেঁধে ঘুরে বেড়ায়। পর্যটকদের কাছেও তারা বেশ জনপ্রিয়। -ইন্ডিয়া টাইমস
×