ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা প্রতিহত

প্রকাশিত: ০৯:১৮, ৬ জুলাই ২০১৯

 ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন  হামলা প্রতিহত

সৌদি আরবরে দক্ষিণাঞ্চলীয় একটি বেসামরকি বিমানবন্দর লক্ষ্য করে বৃহস্পতিবার চালানো ইয়েমেনের বিদ্রোহীদের একটি ড্রোন হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে। রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোট একথা জানায়। এদিকে ইরান মদদপুষ্ট এ বিদ্রোহী গ্রুপ সৌদি আরবে হামলা জোরদার করেছে। -খবর এএফপির। সৌদি আরবরে সরকারী বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ড্রোন হামলার লক্ষ্য ছিল জিজান বিমানবন্দর।
×