ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রেলওয়ের দুর্নীতি বন্ধে দুদকের ১৫ দফা সুপারিশ

প্রকাশিত: ১২:১২, ৩ জুলাই ২০১৯

রেলওয়ের দুর্নীতি বন্ধে দুদকের ১৫ দফা সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ রেলওয়ের কোচ-ইঞ্জিন ক্রয়ে দুর্নীতিসহ ১০ উৎস চিহ্নিত করে সংস্থাটি দুর্নীতি বন্ধে ১৫ দফা সুপারিশসহ রেলমন্ত্রীকে প্রতিবেদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদক কমিশনার মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই প্রতিবেদন জমা দিয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। রেলওয়ের জায়গা মনিটরিংয়ের অভাবে শত শত জমি বেদখল হয়ে আছে। এছাড়া রেলের জায়গায় রেলের কর্মকর্তা-কর্মচারীরাই অবৈধভাবে দখল করে বাসা বাড়ি নির্মাণ করেছেন। প্রতিবেদনে দুর্নীতির উৎস চিহ্নিত করে আরও বলা হয়েছে, রেলের ডাবল লাইন, সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণে অনিয়ম ও দুর্নীতি সংগঠিত হয়ে থাকে।
×