ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১২:৪১, ২৬ জুন ২০১৯

চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলানিউজ ॥ রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে রাজি করাতে চীনের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়োর সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ সহায়তা চান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মিয়ানমার যেন তার দেশের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয়, এ বিষয়ে চীনের সহায়তা চান ড. মোমেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জুয়ো সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। ঝ্যাং জুয়ো রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী করার জন্য গুরুত্বারোপ করেন। ড. মোমেন দুদেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে চুক্তি ও সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত বাস্তবায়নে চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। চীনা রাষ্ট্রদূত সব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
×