ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি দেশের বিদ্যমান স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার জন্য তৎপর ॥ জাপা

প্রকাশিত: ১০:১৮, ১৮ জুন ২০১৯

 বিএনপি দেশের বিদ্যমান স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার জন্য  তৎপর ॥ জাপা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব হাসিবুল ইসলাম জয় বলেছেন, বর্তমান স্পীকারের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে আইন পেশায় যুক্ত থাকার পরও সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলে ব্যারিস্টার রুমিন ফারহানা আইনের প্রতি অবজ্ঞা ও বর্তমান সংসদকে অসম্মান করার মতো গুরুতর অপরাধ করেছেন। উনারা কোন এজেন্ডা নিয়ে সংসদে এসেছেন তা আজ জনগণের কাছে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সোমবার দুপুরে বনানীর এক রেস্টুরেন্টে তিতুমীর কলেজ ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব মনিরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভূঁইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুব সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শফিকুল ইসলাম দুলাল উপস্থিত ছিলেন।
×