ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কৃষি যান্ত্রিকীকরণ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার ॥ কৃষিমন্ত্রী

প্রকাশিত: ০৯:১৫, ১৮ জুন ২০১৯

 কৃষি যান্ত্রিকীকরণ সর্বোচ্চ গুরুত্ব  দিচ্ছে সরকার ॥ কৃষিমন্ত্রী

কৃষি শ্রমিকের বড় একটি অংশ বিভিন্ন স্থানে স্থানান্তরিত হয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছে। অনেকে হয়েছে শহরমুখী। শ্রমিক সঙ্কট ও কৃষি উৎপাদনশীলতা ধরে রাখতে হলে কৃষিতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। এ ক্ষেত্রে কৃষকরা সমবায়ভিত্তিক কৃষিযন্ত্র ক্রয় করতে পারে। এসব যন্ত্র সম্পর্কে কৃষকদের যথাযথ প্রশিক্ষণ দিতে হবে। বিদেশী যন্ত্র আনা এবং সেসব যন্ত্রের খুচরা যন্ত্রাংশ আমাদের দেশে তৈরি করা যায় কিনা দেখতে হবে। শুধু দেশে উৎপন্ন যন্ত্র দিয়ে কৃষি যান্ত্রিকীকরণ সম্ভব না। রবিবার কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের সভাকক্ষে কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, উদ্ভাবন বা নতুন আবিষ্কার এমন হতে হবে যেন তা ক্ষুদ্র ও মাঝারী কৃষক সহজে ব্যবহার করতে পারে। এছাড়া যে দেশ থেকেই যন্ত্রপাতি আনা হোক না কেন তার বিক্রয়োত্তর সেবা, খুচরা যন্ত্রাংশর দিক বিশেষ নজর দিতে হবে। স্বাধীনতা পরবর্তী জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমি হ্রাসের পরও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন যান্ত্রিকীকরণের ফসল, যদিও সব রকম যান্ত্রিকীকরণ আমরা শুরু করতে পারিনি। মন্ত্রী আরও বলেন, গ্রামের উন্নয়নের জন্য কৃষির উন্নয়ন ও কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন জরুরী। -বিজ্ঞপ্তি
×