ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

প্রকাশিত: ০৯:১৫, ১৬ জুন ২০১৯

 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্প দেশের উন্নয়নের প্রধান শিল্পখাত হিসাবে অবস্থান পাকা করে নেয়ার পাশাপাশি কৃষির পরে একমাত্র সর্বোচ্চসংখ্যক মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এছাড়া বর্তমানে এই খাতটি বিশ্বের কাছ থেকে অন্যতম প্রধান প্রতিযোগী পোশাক উৎপাদক ও রফতানিকারক হয়ে ওঠার পাশাপাশি দেশের সর্বাধিক মুদ্রা আনায়নকারী খাত হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। বর্তমানে ৪৫ লাখ লোক সরাসরি কর্মরত আছে। বিজিএমইএ-এর তথ্য মতে যেখানে ১৯৭৮ সালে তৈরি পোশাক রফতানি খাত হতে আসে ১২০০০ মার্কিন ডলার এবং ২০১৮ সাল বাংলাদেশ পোশাক শিল্পের জন্য উল্লেখযোগ্য ছিল যা বার্ষিক রফতানি ৮৪% অবদান রেখে অর্থনীতিতে ৩২ বিলিয়ন মার্কিন ডলারের অবদান রেখেছিল এবং প্রায় ৪৫ লাখ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছিল। অর্থবছরে গিয়ে দাঁড়িয়েছে ১৭.৯১ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের তুলনায ৪০ শতাংশ বেশি। বৃদ্ধির এই হার ধরে রাখতে পারলে ম্যাকিনজির ভবিষ্যদ্ববাণী অনুযায়ী আগামী ২০২০ সালের মধ্যে বাংলাদেশ প্রতিবছর ৪৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করবে। কেন ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং? বাংলাদেশ প্রচলিত শিক্ষাব্যবস্থার চেয়ে একজন শিক্ষার্থী এসএসসি পাস করার পর ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং বিষয়ে পাস করার সঙ্গে সঙ্গেই কর্মজীবনে প্রবেশ নিশ্চিত। তাছাড়া ডিপ্লোমা পাসের পর চাকরির পাশাপাশি বিএসসি এবং এমএসসিসহ উচ্চতর ডিগ্রী অর্জনের সুযোগ রয়েছে। তাছাড়া সম্মান ও সম্মানীর দিক থেকে অভিজ্ঞতার ভিত্তিতে মাসিক ১৮০০০ টাকা থেকে শুরু করে লাখ টাকা আয় করা সম্ভব। পেশা যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিকা রেবেকা মনসুর বলেন, ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাসের পরপরই টেক্সটাইল এর বিভিন্ন বিভাগ যেমন স্পিনিং ফেব্রিক, ওয়েট প্রসেস ও গার্মেন্টস ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির করার সুয়োগ। তাছাড়া মার্চেন্ডডাইজারসহ জুট মিলে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং? ৫০০০-এর অধিক গার্মেন্টস এ বিভিন্ন বিভাগ যেমন কোয়ালিটি কন্টোল, কাটিং, সুইং, স্যামপলিং, ফেব্রিক সেকশনসমূহ ও প্যাটার্ন ডিজাইন বিভাগে প্রচুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাহিদা রয়েছে। তাছাড়া দেশি-বিদেশে বায়িং হাউসগুলোতে কর্মক্ষেত্রের সুযোগ রয়েছে। কেথায় পড়বেন? ১. টেক্সটাইলের স্পিনিং ফেব্রিক, ওয়েট প্রসেস গার্মেন্টসের আলাদা আলাদা ল্যাব আধুনিক CAD এবং CAM ল্যাব, সুবিশাল সুইং ল্যাব। ২. প্রযুক্তিনির্ভর চাকরি বাজারের জন্য তথ্যপ্রযুক্তিতে দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গড়ার লক্ষ্যে One Student One Laptop. ৩. আর্থিক সুবিধাসহ সল্পতম সময়ে উচ্চশিক্ষার জন্য নিজস্ব বিশ্ববিদ্যালয় Daffodil International University পড়ার সুযোগ। ৪.আন্তর্জাতিক চাকরির বাজারে Skills Employment-এর জন্য রয়েছে Global Recruiting Agency ৫. বিদেশে ভর্তি, ক্রেডিট ট্রান্সফার, মাইগ্রেশন ও ভর্তির সর্বোচ্চ সহযোগিতায় Admission.ac ৬. শিক্ষার্থীদের জন্য রয়েছে তরুণ উদ্যোক্তা ফান্ড Bangladesh Venture Capital. ৭. চাকরি ও ইন্টার্নশীপ প্রাপ্তির নিশ্চয়তায় Job Placement cell. ৮. ডড়ৎশ Based Scholarship. ৯. আর্থিক সহায়তায় বিশ্বব্যাংকের বৃত্তি। ১০. এছাড়াও রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাম-লী।বর্তমানে ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং গার্মেন্টস ডিজাইন এ্যান্ড প্যাটার্ন মেকিং প্রোগ্রামে ভর্তি চলছে। যোগাযোগ : রোড# ১২, বাড়ি# ২/বি, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা। ০১৭১৩৪৯৩২৪৬, ০১৮৩৩১০২৮১০। নাঈম খান
×